শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ২৩:৪৮

হাইমচরে আগুনে ক্ষতিগ্রস্ত ৬৭ জন পেল শিক্ষামন্ত্রীর আর্থিক সহায়তা ও ঢেউটিন

অনলাইন ডেস্ক
হাইমচরে আগুনে ক্ষতিগ্রস্ত ৬৭ জন পেল শিক্ষামন্ত্রীর আর্থিক সহায়তা ও ঢেউটিন

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের মাছ ঘাট সংলগ্ন বাজারে গত ২৪ মার্চ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ টি দোকান ভস্মীভূত হয়। আকস্মিক এই অগ্নি দুর্ঘটনায় ব্যবসায়ি ও তাদের পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্থ এই পরিবারগুলোর পাশে আর্থিক ও সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানিয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

২৮ মার্চ সোমবার বিকাল ৪ টায় মন্ত্রীর পক্ষে তাঁর বড়ভাই বিশিষ্ট শৈল্য চিকিৎসা চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু ক্ষতিগ্রস্থ ৬৭ দোকানী ও তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদারের পরিচালনয়, প্রধান অতিথির বক্তব্য ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন,আগুনে এখানকার অনেক ব্যবসায়ি ও পরিবার নিঃস্ব হয়ে গেছেন।এই দুঃসংবাদ পেয়ে আপনাদের প্রিয় নেত্রী ও এমপি ডাঃ দীপুমনি খুবই মর্মাহত।তিনি আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। এখন অর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পরবর্তীতে আরও সহায়তার আশ্বস দেন। ভবিষ্যতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন,যেন এই ধরনের দূর্ঘটনা এড়িয়ে চলতে পারেন।

এসময় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ ৬৭ জন ব্যবসায়ীকে প্রত্যেককে ১ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির প্রধানীয়া, সহ-সভাপতি এম বাশার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,আওয়ামীলীগ নেতা মুনসুর পাটওয়ারী।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন (সুমন), ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী,২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, চরভৈরবী মাছ ঘাট বাজার কমিটির সভাপতি ইউসুফ জুবায়ের শিমুল চোকদার,সাধারণ সম্পাদক ইলিয়াছ লিটনসহ স্থানিয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়