শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ২০:২১

চাঁদপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

বাংলাদেশে এখন আর কেউ না খেয়ে থাকে না

স্টাফ রিপোর্টার
বাংলাদেশে এখন আর কেউ না খেয়ে থাকে না

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,চাঁদপুর এর আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে “নিরাপদ খাদ্য বিষয়ক” জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপুমনি।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। এই অবস্থার তৈরি হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সুন্দর সুশৃংখলনএবং শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার কারণে । এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।এখন আমাদের সময় এসেছে আমরা কি খাচ্ছি তার নিয়ে অনেক বেশি সচেতন হওয়া।

দীপু মনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা, ও দারিদ্রমুক্ত সোনার বাংলা। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষ্যেই নিরলস কাজ করছেন। তিনি বাংলাদেশের আপামর মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও দূষণমুক্ত নিরাপদ খাদ্যপ্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণে পাশ করেছেন নিরাপদ খাদ্য আইন ২০১৩। এছাড়া ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ। তিনি বলেন, নিরাপদ খাদ্য কতৃপক্ষ দেশব্যাপী নিরাপদ খাদ্য, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে প্রশিক্ষণ, জনসচেনতামুলক কার্যক্রম পরিচালনা করছে। এবং পরিকল্পনা অনুযায়ী নিরাপদ খাদ্য নিশ্চিকরণে অন্যান্য কাজ করছে। নিরাপদ খাদ্যের বিষয়ে আমাদেরকে বেশি বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন

পুলিশ সুপার বিপিএম,পিপিএম (বার) ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

এতে আলোচনার মূল বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুর জেলা কর্মকর্তা মুহাম্মদ আরিফুল হাসান।এ সময় তিনি নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক এবং নিরাপদ কতৃপক্ষ গৃহিত জনসচেনতার পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, মন্ত্রীর স্থানীয় সরকার প্রতিনিধি পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু,পৌর কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি,হাইমচর গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ,ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী প্রমুখ।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত,পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান,

জেলা আওয়ামীলীগ নেতা হাসান ইমাম বাদশা, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র হেলাল হোসেন,চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম,

মহিলা কাউন্সিলর ফেরদৌসী আক্তার,কাউন্সিল চাঁনমিয়া মাঝি,সাইফুল ইসলাম ভূঁইয়া, হাইমচর উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিক পাটওয়ারী, নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাছের,হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ি,রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী,জেলা কৃষকলীগের আহ্বায়ক আঃ আজিজ খান বাদল,সদস্য সচিব হান্নান মিয়াজী,

জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আরো অনেকে এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভা প্রধানের বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু আমাদের একটি অভাব রয়েই গেছে। সেটি হলো নিরাপদ ও পুষ্টিকর খাবার। নিরাপদ খাদ্যের বিষয়টি বর্তমানে বেশ আলোচিত। নানাভাবে খাদ্যে ভেজাল ও কীটনাশক ব্যবহৃত হচ্ছে। মানুষ এ খাবার গ্রহণ করছে। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছে। নিরাপদ খাদ্য সম্পর্কে সর্বস্তরের তথা তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসচেতনতা বাড়ানো অতীব জরুরি হয়ে পড়েছে। কারণ মানুষ নিরাপদ খাবার খেয়ে বেশিদিন বাঁচতে চায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়