প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ১৮:০২
আল কাউসার স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
হাজীগঞ্জেরর আল কাউসার স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্নের মধ্যে দিয়ে দিবসটির শুভ সুচনা করেন প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
|আরো খবর
বিদ্যালয়ের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, সিনিয়র সহকারী শিক্ষক মো. কলিমুল্লাহ, মো. জামাল উদ্দিন, মো. মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মহিব্বুর রহমান কামাল, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দু রহমান, সাইফুল ইসলাম, রোকনুজ্জামান অয়ন ও শামিম আহমেদ শিহাব প্রমুখ।
শিক্ষাথর্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।