রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমাকে সিলেটে মাসির বাসা থেকে উদ্ধার
  •   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর ওপর স্ত্রীর এসিড নিক্ষেপ
  •   ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেফতার
  •   রহমতপুর কলোনীতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি
  •   আজ সন্ধ্যায় বিএনপির ৫ মনোনয়ন প্রত্যাাশী গুলশানে যাচ্ছেন মতবিনিময়ে

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৯:০০

আরসিডিএস ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের কন্যা শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার
আরসিডিএস ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের কন্যা শিশু দিবস পালন

আরসিডিএস ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর ২০২৫) কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে কন্যা শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কন্যা শিশুরা তাদের মতামত প্রকাশ করে।

আমি কন্যা শিশু- স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি' এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা আরসিডিএস ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম এ মতবিনিময়ের আয়োজন করে।

সভায় কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার পরিবেশ নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি, ম্যানেজিং কমিটি, পরিবারের সদস্য, অভিভাবক ও কমিউনিটিকে মিলেমিশে কাজ করার আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ কন্যা শিশুদের কথা শোনা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে, বাসায় তারা কোন ধরনের সমস্যার মুখোমুখি হয়, কেমন পরিবেশ চায়, সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করে এবং কন্যা শিশুরা একটি সমান সুযোগ, সন্মান ও মর্যাদা এবং বৈষম্যহীন সমাজের আশা প্রকাশ করে।

জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের জেলা প্রতিনিধি মুহাম্মদ সাদেক সফিউল্লাহ এ বারের প্রতিপাদ্যের গুরুত্ব ও তাৎপর্য সবার সামনে তুলেধরেন।

সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে পাথৈর উচ্চ বিদ্যালয়, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়, সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসা, রাগদৈল আই এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রাগদৈল ইসলামিয়া আলিম মদ্রাসা, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাচার ডিগ্রি কলেজের ছাত্রী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সদস্যরা অংশগ্রহন করেন।

সভায় বক্তারা বলেন, ২৪ ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুথানে ছাত্রী তথা নারীদের অংশগ্রহণ আমাদের ঐতিহাসিক বিজয় এনে দিয়েছে, ফ্যাসিষ্ট পালিয়েছে । আমাদের কন্যা শিশুরা সামনের সারিতে থেকে সংগ্রাম করেছে, শহীদ হয়েছে এবং বিজয় ছিনিয়ে এনেছে। আমাদের শিশুরা কন্যারা, ছাত্র-ছাত্রী মাথা উঁচু করে দাঁড়িয়েছে , তখন পুরো রাষ্ট্র মাথা উঁচু করে তাদের সাথে হাতে হাত রেখে দাঁড়িয়েছে । আগামীর বাংলাদেশ হবে কন্যা শিশুসহ সকলের জন্য নিরাপদ বাংলাদেশ।

বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আরিফ বিল্লাহ, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, সাচার ইউপি প্রশাসক মো. জহিরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়