প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ১৫:২৫
সেরাজ উদ্দিন সরকার সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা
সেরাজ উদ্দীন সরকার সাহিত্য পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর সাহিত্য সংগঠক হিসেবে কাজী শাহাদাত (গবেষণামূলক বিভাগে), আহমদ মতিউর রহমান (বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাস : উপমহাদেশের চলচ্চিত্রের ১০০ বছর) ও শিশু সাহিত্য বিভাগে মামুন সারওয়ার (সামগ্রিক সাহিত্য কম) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
|আরো খবর
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সমাজসেবী সেরাজ উদ্দীন সরকারের স্মরণে পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোঃ মজিবুর রহমান ও সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক জিএম আলহাজ্ব মোঃ শফিকুর রহমানের পিতা। শীঘ্রই এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।
পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, বই, সম্মাননাপত্র ও ক্রেস্ট।
পুরস্কার বিজয়ী কাজী শাহাদাত সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক। এছাড়া আহমেদ মতিউর রহমান লেখক, সাংবাদিক ও চাঁদপুর উত্তরার সম্পাদক এবং মামুন সারওয়ার শিশু সাহিত্যিক ও ছোটদের সময় পত্রিকার সম্পাদক।