শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ মার্চ ২০২২, ১৩:০২

মতলবের ডাকঘর-জোড় ফুল রাস্তার বেহাল দশা

জিএমআবদুল কাদির
মতলবের ডাকঘর-জোড় ফুল রাস্তার বেহাল দশা

মতলব পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের ডাকঘর-আশ্রম-জোরফুল রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি মতলব পৌরসভার ৮ ও ৬নং ওয়ার্ডের অন্তর্গত। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শ শ যানবাহন যাতায়াত করে এবং হাজার হাজার লোকজন প্রতিনিয়ত পায়ে হেঁটে যাতায়াত করে থাকে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি পৌরসভার দুটি ওয়ার্ড নিয়ে গঠিত হওয়ায় উন্নয়ন কাজ ব্যাঘাত হচ্ছে । কারণ পৌরসভার ৮নং ওয়ার্ড ডাকঘর হতে প্রায় সোয়া কিলোমিটার রাস্তা ৮নং ওয়ার্ডের আওতাধীন। দীর্ঘ প্রায় ৫ বছর পূর্বে এক কিলোমিটার রাস্তা পাকাকরনের কাজ হলেও বাকি রাস্তাটুকু আজও পাকাকরণ করা হয়নি। রাস্তাটিতে বর্তমানে ভগ্নদশা অবস্থা বিরাজমান। রাস্তাটির বিভিন্ন স্থানে ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রাস্তাটি দুটি ওয়ার্ড নিয়ে গঠিত ডাকঘর হতে জোরপুল আশ্রম পর্যন্ত পায় আড়াই কিলোমিটার রাস্তা যার মধ্যে ৮নং ওয়ার্ডের অন্তর্গত প্রায় সোয়া কিলোমিটার। বাকি রাস্তা টুকু পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্গত আশ্রম হতে মহসিন মৃধার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরনের কাজ করা হয়েছে । দু ওয়ার্ড মিলে এক কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ আজও হয়নি। বর্তমানে এ রাস্তাটির অবস্থা একেবারে নাজুক। এ অবস্থায় সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে।

সিএনজি চালক জহির জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন শ শ সিএনজি ও অটোরিক্সা যাতায়াত করে । রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা।

জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার দাবি করছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়