প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৯:৫৭
কয়েক দিনের টানা বৃষ্টিতে পাকা সড়ক ও কাঁচা রাস্তার বেহাল দশা

গত ক'দিনের টানা ভারী বর্ষণে চাঁদপুর শহর ও গ্রামের কাঁচা- পাকা রাস্তাগুলো ভেঙ্গে বড়ো বড়ো গর্ত হয়ে গেছে। শুধু গ্রাম আর শহরই নয়, যানবাহন চলাচলকারী সড়ক ও আঞ্চলিক মহাসড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
|আরো খবর
বাবুরহাট-গৌরিপুর সড়কের বাবুরহাট বাজারের জিন্টু মাল মার্কেটের সামনে সড়কে বৃষ্টির পানি জমে সড়কটির যেমনি ক্ষতি হচ্ছে, তেমনি যাত্রী সাধারণসহ ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি ডিঙ্গিয়ে চলাচল করা যাচ্ছে না। বৃষ্টির পানি সরার কোনো জায়গা বা ড্রেন না থাকায় সড়কে পানি জমে গর্ত সৃষ্টি হচ্ছে এবং যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে।
চলতি বৃষ্টির মৌসুম শেষে অতি জরুরিভাবে চাঁদপুর শহরের, মহল্লার, আঞ্চলিক মহাসড়কের সংস্কার বা মেরামত করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী জনসাধারণ।