শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ১৮:১১

মতলবে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রেদওয়ান আহমেদ জাকির/ আরিফ বিল্লাহ
মতলবে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ তালুকদার (৬৮)কে আজ ৬ মার্চ বিকেলে ঘিলাতলী মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ওই দিন সকাল সাড়ে ১০টায় ঘিলাতলী গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে ............... রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ওই দিন বাদল আছর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, ৩নং খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বিভূতি ভূষণ সরকার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ঢালী প্রমুখ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়