শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ১৮:৪৮

অসহায় ও প্যারালাইজড কমলচন্দ্রের বাড়ি গেলেন জেলা প্রশাসন

অসহায় ও প্যারালাইজড কমলচন্দ্রের বাড়ি গেলেন জেলা প্রশাসন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদরের বড় শাহতলীতে কমলচন্দ্রের ভাঙা জীর্ণশীর্ণ গৃহে কমলচন্দ্রের অসহায় পরিবার ও প্যারালাইজড শয্যাশায়ী মাকে দেখতে গেলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস অসহায় কমলচন্দ্রের পরিবারকে পুনর্বাসনের জন্য সরেজমিনে খাস জমি পরিদর্শন করে দুই শতাংশ জমির উপর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, দেশে একটিও ভূমিহীন পরিবার গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের কাছে আমি এসেছি। আপনারা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরও পাবেন, জমিও পাবেন।

এছাড়া কমলচন্দ্রের অসুস্থ মায়ের চিকিৎসাসহ ওষুধ ও ফলমূল কেনার জন্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস নগদ আরও ৫ হাজার টাকা প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ২ মার্চ বুধবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস অসহায় কমলচন্দ্র পরিবারের দুঃখের কথা শুনে তার মায়ের চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের ঘরটি মেরামত করে দেয়ার আশ্বাস দেন।

এ সময় জেলার সদর উপজেলার নিবাহী অফিসার সানজিদা শাহনাজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়