প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৩
চাঁদপুর রোটারী ক্লাবের মাস্ক বিতরণ ও রোটারীর ১১৭ বছর পূর্তি উদযাপন
চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে বিশে^র সর্ববৃহৎ সেবামূলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের ১১৭ বছর উদ্যাপন করা হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর শহরের পালবাজার মোড় ও জেনারেল হাসপাতালের সামনে প্রায় ১ হাজার পথচারীর মাঝে বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হয়।
|আরো খবর
সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনের নূরুর রহমান কনফারেন্স হলে ক্লাব সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদের পরিচালনায় আয়োজিত রোটারীর ১১৭ বছরপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটাঃ কাজী শাহাদাত ও অ্যাসিসস্টেন্ট গভর্নর রোটাঃ অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ, রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন, আইপিপি রোটাঃ নাছির উদ্দিন খান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী, সহ-সভাপতি রোটাঃ নজরুল ইসলাম, ক্লাব সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, ডিরেক্টর রোটাঃ গোপাল চন্দ্র সাহা, রোটাঃ হাবিবুর রহমান পাটওয়ারী, রোটাঃ শাহানা ইসলাম, রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন, রোটাঃ সঞ্জয় অধিকারী, রোটাঃ ফয়েজ আহমেদ, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব ও রূপসী রোটার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ। সবশেষে ১১৭ বছরপূর্তি উদ্যাপনের কেক কাটা হয়।