মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:১৫

বাগাদী চৌরাস্তায় আইল্যান্ড না থাকায় ঘটছে দুর্ঘটনা

সোহাঈদ খান জিয়া
বাগাদী চৌরাস্তায় আইল্যান্ড না থাকায় ঘটছে দুর্ঘটনা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা বাজারটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এ স্থান দিয়ে ২৪ ঘন্টাই সকল ধরনের যানবাহন চলাচল করে থাকে। চৌরাস্তায় কোন আইল্যান্ড না থাকায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আইল্যান্ড না থাকায় সবদিক থেকে আসা যানবাহনগুলো দ্রুত গতিতে আসা যাওয়া করার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহাণির ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু বলেন, চৌরাস্তা বাজার গুরুত্বপূর্ণ বাজার। এখানে আইল্যান্ড স্থাপন করা একান্ত জরুরি। এ স্থান দিয়ে যানবাহন গুলো দ্রুত গতিতে আসা যাওয়া করে থাকে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন খান, এাণ ওসমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিপন খান ও যুব ক্রীড়া সম্পাদক আরিফ উল্লাহ গাজী বলেন, চৌরাস্তা বাজার গুরুত্বপূর্ণ বাজার। এ স্থান দিয়ে সকল ধরনের যানবাহন দ্রুত গতিতে চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনারোধে এখানে আইল্যান্ড স্থাপন প্রয়োজন।

চৌরাস্তাবাজার ডাচ বাংলা ব্যাংকের পরিচালক শাহাদাত হোসেন বাবু বলেন, চৌরাস্তা বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারের চারদিক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করে থাকে। কোন যানবাহন এখান দিয়ে আস্তে চলাচল করে না। সকল যানবাহন দ্রুত গতিতে আসা যাওয়া করে থাকে। এতে করে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চৌরাস্তা বাজার এলাকায় আইল্যান্ড স্থাপন জরুরি হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়