শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ১৩:৫০

চাঁদপুরে স্কুলে স্কুলে বই বিতরণ কার্যক্রম শুরু

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্কুলে স্কুলে বই বিতরণ কার্যক্রম শুরু

বছরের প্রথমদিন সারাদেশের ন্যায় চাঁদপুরের শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। করোনার কারণে গতবারের মতো এবারও উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বই। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।

এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে, এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীকে বই দেয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা ।

১ জানুয়ারি সরোজমিনে চাঁদপুর সদর উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয় ও ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বই বিতরণে আনুষ্ঠানিকতা না থাকলেও প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে শিক্ষার্থীদের শ্রেণী ভিত্তিক বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ফরাক্কাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে সরকারি নির্দেশনা মোতাবেক বই বিতরণ করা হচ্ছে।

চাঁদপুর শহর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বছরের প্রথম দিন থেকে বই বিতরণ শুরু হয়েছে।

শিক্ষকবৃন্দ জানান শুধু শিক্ষার্থী নয় অনেক অভিভাবক তার সন্তানকে নিয়ে বই নেওয়ার জন্য স্কুল এসেছে। ছেলে মেয়েদের পাশাপাশি তাদের অভিবাবকরাও খুশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়