বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২১:৪২

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। পরে আমন্ত্রিত অতিথি এবং চাঁদপুর রোটারী ক্লাব নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানব জীবনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি প্রত্যাশা করি, প্রতিটি সামাজিক সংগঠন এ ধরনের কার্যক্রমে অংশ নেবে এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে অবদান রাখবে। গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে দায়বদ্ধতা।

তিনি আরও বলেন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং সবুজায়নের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন ক্লাবের প্রাক্তন সভাপতি রোটারিয়ান আলমগীর হোসেন পাটোয়ারী, মোস্তাক আহমেদ খান, মাকসুদুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রাজীব মজুমদার, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা. ইফতে খারুল আলম, জয়েন্ট সেক্রেটারি আব্দুস সালাম আজাদ জুয়েল, কামাল হোসেন, জয়েন্ট ট্রেজারার তাপস কুন্ড কানাই, কমিটি চেয়ার আহসান হাবীব, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আমিনুল্লাহ শেখসহ সেন্ট্রাল গার্ডেন রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি ও সেক্রেটারি এবং সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা।

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন জানান, এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে রোটারী ক্লাবের পক্ষ থেকে প্রায় লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। চারাগুলো পরিচর্যা এবং যত্নের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় রোটারী ক্লাবগুলো সারা বাংলাদেশে কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়