শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৯:৪৮

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

শাহরাস্তিতে মোটরসাইকেল র‍্যালি ও বৃক্ষরোপণ

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে মোটরসাইকেল র‍্যালি ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তিতে মোটরসাইকেল র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে শাহরাস্তি ঠাকুরবাজার থেকে যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবদল নেতা-কর্মীরা মোটরসাইকেল র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী,

উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাহার আহমেদ তানভীর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,

পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদল নেতা মিশু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু পাটোয়ারীসহ যুবদল নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন, উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খোকন, বিএনপি নেতা রতন বেপারী সেলিম, সাইফুল ইসলাম মানিক, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক সজীব, বিএনপ নেতা আবুল বাসার, আবদুল খালেক মুক্তিযোদ্ধা, শামসুল আলম, কৃষকদল নেতা মনির হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান সম্রাট, জেনায়েদ হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শারাফত করিম শামিম, পৌর ছাত্রদল নেতা সোহেল, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবীব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়