প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের ৫০তম সচিবের কথা
প্রিয় রোটারিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম।
|আরো খবর
চাঁদপুর রোটারী ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং ক্লাবের কর্মকাণ্ড আরো প্রসারিত ও গতিশীল করার মানসে যাঁরা এ ক্লাবের নেতৃত্ব দিয়েছেন তাঁদের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আল্লাহতায়ালার অশেষ কৃপায় এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় ৫০তম বছর পেরিয়ে চাঁদপুর রোটারী ক্লাব ৫১তম বছর অতিক্রম করেছে। এই ক্লাবের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা অনেকে জানেন না চাঁদপুর রোটারী ক্লাবে আমার যোগদানের স্মৃতি। সেটি হলো ২০০৯ সালের কোনো একটি সাপ্তাহিক সভায় অতিথি রোটারিয়ান হিসেবে আমার শ্বশুর হবিগঞ্জ রোটারী ক্লাবের চার্টার মেম্বার মরহুম রোটাঃ পিপি এমএ মতিন খান পিএইচএফ-এর সাথে প্রথম চাঁদপুর রোটারী ক্লাবে উপস্থিত হই। যতটুকু মনে পড়ে, ওই সভার সভাপতির দায়িত্বে ছিলেন রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ। তখনও আমি জানতাম না আমি চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য হবো এবং চাঁদপুর রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক হবো। বলতে হবে ভাগ্যই আমাকে ৫০ বছর পূর্তির সময়ে সাধারণ সম্পাদক বানিয়েছে। সে হিসেবে আমি সেক্রেটারী হিসেবে অন্যদের চেয়ে নিজেকে সৌভাগ্যবান ও গর্বিত ভাবি। কাজী শাহাদাত সাহেবের উৎসাহ, অনুপ্রেরণা এবং তাঁর স্নেহসুলভ নজরদারিতে আমি চাঁদপুর রোটারী ক্লাবের মাধ্যমে আর্তমানবতার সেবায় উৎসাহিত হই। ৫০ বছর পূর্তি আমাকে অনেক সম্মান এনে দিয়েছে। আমি যতোদিন বেঁচে থাকবো রোটারীর মাধ্যমে মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।
রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, পিএইচএফ
সাধারণ সম্পাদক (২০২০-২১), চাঁদপুর রোটারী ক্লাব।