প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
অ্যাসিস্টেন্ট গভর্নরের কথা
মানব সেবার মহৎ লক্ষ্যে প্রতিষ্ঠিত বৃহত্তম সংগঠন রোটারী। স্বার্থের ঊর্ধ্বে সেবাকে প্রাধান্য দিয়ে রোটারী আজ সারাবিশ্বে হয়ে উঠেছে সেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত। পৃথিবীকে পোলিওমুক্ত করার বিপুল ও বিশাল কর্মযজ্ঞ কেবল রোটারী আন্দোলনের মাধ্যমেই সম্ভব হয়েছে। পেশায় উঁচু নৈতিক মান বজায় রেখে বিশ্বব্যাপী মৈত্রী প্রতিষ্ঠার এক অনন্য স্বপ্ন-সংগঠন রোটারী।
|আরো খবর
ইলিশের বাড়ি চাঁদপুরের ঐতিহ্যবাহী ‘চাঁদপুর রোটারী ক্লাব’ বনেদী রোটারী ক্লাব সমূহের একটি এবং এটি বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব। নিজস্ব ভবনের ছায়াতলে বসে চাঁদপুর রোটারী ক্লাব গৌরবের সাথে এগিয়ে চলেছে মানবতার মহিমা নিয়ে।
আপনারা জেনে আনন্দিত হবেন, চাঁদপুর রোটারী ক্লাব ৫০ পেরিয়ে ৫১ বছর পূর্ণ করেছে। ১৯৭৮-৭৯ রোটারী বর্ষে এই ঐতিহ্যবাহী ক্লাবের সভাপতি ছিলেন আমার মরহুম পিতা অ্যাডঃ সিরাজুল ইসলাম। বাবার অনুপ্রেরণা ও আমার একান্ত ইচ্ছায় আমিও এই ক্লাবের সভাপতি হয়েছি ২০১৮-১৯ রোটারী বর্ষে। সারা বাংলাদেশের মধ্যে গৌরবোজ্জ্বল ক্লাব হিসেবে চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি।
সারা বাংলাদেশের মধ্যে বনেদী ক্লাব হিসেবে চাঁদপুর রোটারী ক্লাব উল্লেখযোগ্য অনেক কর্মকা- সম্পন্ন করেছে। সেগুলো হলো : চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও রেড ক্রিসেন্ট হাসপাতাল প্রতিষ্ঠা, প্রথম বাস টার্মিনাল ভবন, পৌর ঈদগাহ প্রতিষ্ঠায় আর্থিক অনুদান প্রদান, ট্রাফিক আইল্যান্ড প্রতিষ্ঠা ইত্যাদি।
মানবসেবামূলক কাজ হিসেবে আমি বলতে পারি, রোটারিয়ানরা আমরা সবাই নিজ ক্ষেত্রে কর্ণধার এবং সমাজে আমরাই রোটারীর ধারক ও বাহক। কেউ যদি আমাদের প্রশ্ন করে ‘রোটারী কী’ তাহলে নিশ্চয় আমাদের উত্তর হওয়া উচিত, রোটারী হচ্ছে ‘সেবা স্বার্থের ঊর্ধ্বে’ (ঝবৎারপব অনড়াব ঝবষভ)।
সকলের মঙ্গল কামনায়......
রোটাঃ অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, পিএইচএফ
অ্যাসিস্টেন্ট গভর্নর, রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশ
ও সদস্য সচিব, ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদ, চাঁদপুর রোটারী ক্লাব।