প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০
সময়ের হলে যদি বৃথা অপচয়,
নৈতিকতার নিশ্চিত অবক্ষয় ॥
সময়ের নির্ঘন্ট পালনে,
ব্রতী হবেই মানবসন্তানে ॥
বিশৃঙ্খলাপূর্ণ জীবন,
সফলতা আসিবে না কখন ॥
সময়ের করিলে সদ্ব্যবহার,
সর্বস্তরে মিলিবে উপহার ॥
সময়ের সদ্ব্যবহারে যে আকৃষ্ট
আলোকিত সে ব্যক্তিই উৎকৃষ্ট ॥
সময়ে আহরিছে জ্ঞান,
ইহাইতো আইনস্টাইনের বিজ্ঞান ॥
একবার সময় যে জন হারায়,
জীবন তার অগস্ত্যযাত্রায় ॥
সময়ের যেখানে এক ফোঁড়,
অসময়ে সেখানে দশ ফোঁড় ॥
সময় শুনে না পিচু ডাক,
নদীর স্রোতেও মানে না বাঁক ॥
অসময়ে বিয়ের সন্তানরা,
সঠিক অভিভাবকত্ব হারা ॥
সময়ের মূল্য বুঝে না যারা,
সৃষ্টির চিহ্নিত হতভাগা তারা ॥