সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০

‘আমিতো স্ট্রোক করছি, কই আমনি’
অনলাইন ডেস্ক

চাঁদপুর আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছেন হাজেরা বেগম। এক সপ্তাহ আগে ভর্তি হয়েছেন এখানে। হাসপাতালের খাতায় বযস ১০১ বছর। সুন্দর, ফর্সা, মুখমণ্ডল গোলাকার। কথা বলেন স্পষ্ট করে। বার্ধক্যজনিত রোগের পাশাপাশি এখন হার্টের সমস্যা দেখা দিয়েছে। নতুন করে শরীরের নিচের একপাশে কিছুটা প্যারালাইজ্ড হয়ে গেছে। আপনজন বলতে কেউ নেই এই শতায়ু নারীর। যারা তাকে চিনেন তাদের কেউ কেউ খবর পেয়ে তাকে দেখতে ছুটে আসেন হাসপাতালে।

এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হলেন। যেদিন ভর্তি হবেন সেদিন সকালে আমাকে ফোন দিলেন, ‘আমনি (আপনি) কই, আমিতো স্ট্রোক করছি। আমি হাসপাতালে যাইতাছি, আপনি রুবেল স্যাররে কইয়া দিয়েন’। তারপর হাসপাতালে ভর্তি হলেন। সেখানে এই বৃদ্ধার পরিচিত কেউ তাকে ভর্তি হতে সহায়তা করেছেন। হাসপাতালের বেডে শুয়ে আমাকে আবার ফোন দিলেন। বললেন, আপনি যে আমারে দেখতে আইয়েন না। আমার খবর যে নেন না। রুবেল স্যারেরে কন আমারে চাইয়া যাইতো। আমি ডাক্তরের খরচ দিমু’। সেদিনই শুক্রবার বিকেলে হাসপাতালে গেলাম এই বৃদ্ধাকে দেখতে। কথা বললাম কর্মরত নার্সদের সাথে। পাশের বেডের রোগীরা জানান, বুড়ি সারারাত ঘুমায় না। শুধু কথা বলে। আমরা ঘুমাতে পারি না তার জন্যে। দেখলাম স্যালাইন চলছে। দুজন নারী তাকে দেখাশোনা করছেন। আমি হাসপাতাল থেকেই এই বৃদ্ধার চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডাঃ সালেহ আহমেদ ভাইকে ফোন দিলাম। জানতে পারলাম বার্ধক্যের পাশাপাশি ডায়াবেটিক, আর্থ্রাইটিসসহ নানা সমস্যার কথা। এই শতায়ু বৃদ্ধার স্বজন বা আপনজন কেউ না থাকার বিষয়টি জানলাম।

হাজেরা নামে এই বৃদ্ধার সাথে আমার পরিচয় তিন বছর আগে শহরের বিপণীবাগ বাজারের পাশে নিলয় স্টোরে। একদিন সন্ধ্যায় ওই দোকানের মালিক বৃদ্ধাকে দেখিয়ে বললেন তাকে একটু সহযোগিতা করতে। অনেক টাকার ঔষধ লাগে। জানলাম তার অসহায়ত্বের কথা। তার স্বামী-সন্তান কেউ বেঁচে নেই। চল্লিশ বছর পূর্বে রাজশাহী থেকে একা চাঁদপুর আসেন। ভিক্ষা না করে পুলিশের রান্নাঘরে অন্য নারীদের সাথে কাজ করতেন। পরে বয়সের ভারে আর কাজ করতে পারেন না বলে শহরের নির্দিষ্ট দুটি স্থানে (দিনে হাকিম প্লাজায় ডাচ্-বাংলা ব্যাংকের নিচে ও বিকেলে সাউথ প্লাজায়) বসতেন। পরিচিতজনরা সহযোগিতা করতেন। সন্ধ্যায় বাসায় ফিরে যাবার পূর্বে আল আরাফ হোটেল থেকে রুটি-ভাজি নিয়ে আসতেন।

নিজে রান্না করে খেতেন না। হোটেল থেকে বা পরিচিত কেউ খাবার কিনে দিতেন বলে জানান। চাঁদপুর শহরের জিয়া হোস্টেলের পাশে মোল্লা বাড়ির নূরুর একটি ছোট্ট ঘরে একা থাকেন তিনি। নুরু মোল্লা বিপণীবাগ বাজারের ব্যবসায়ী। বিনা ভাড়ায় নুরু মোল্লা এই বৃদ্ধাকে থাকতে দিয়েছেন। এভাবেই কেটে যাচ্ছে এই বৃদ্ধার জীবন।

বৃদ্ধা হাজেরা আমাকে জানান, ডাক্তার দেখিয়ে ঔষধ পেলে তার অনেক উপকার হয়। আমি তাকে পরদিন হাসপাতালে গিয়ে সময় দিলাম। আমার মোবাইল নাম্বার রাখলেন। পরদিন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেলকে এই বৃদ্ধার অসহায়ত্বের কথা জানালাম। তিনি তাকে দেখে এক মাসের ঔষধ লিখে হাসপাতাল থেকে দেয়ার ব্যবস্থা করেন। এভাবে গত তিন বছর ধরে এই বৃদ্ধা সদর হাসপাতাল থেকে সহযোগিতা পেয়ে আসছেন। সবার কাছে ‘রুবেল স্যার আমারে ওষুধ ও চিকিৎসা দিছেন, আল্লাহ তারে বড় করুক দোয়া করি’ এসব বলতেন।

বর্তমানে হাসপাতালের বেডে শুয়েও ডাঃ রুবেল সাহেব কেন তাকে দেখতে আসেন না, আমার কাছে জানতে চান। আমি তাকে আশ্বস্ত করেছি ডাঃ রুবেল সাহেব তাকে দেখতে আসবেন।

আমি প্রায় প্রতিদিনই দেখতে হাসপাতালে যাই। এই বৃদ্ধার পরিচিত যারা আছেন তারা সবাই হাসপাতালে এসে তাকে দেখে যান। আক্তার নামে একজন পুলিশ সদস্যও তার পাশে দাঁড়িয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমানকে বৃদ্ধা হাজেরার বিষয়টি জানানোর পর তিনি তার খোঁজ-খবর নেন।

বর্তমানে বৃদ্ধা হাজেরা হাসপাতালের সমাজসেবা বিভাগের সহযোগিতায় চিকিৎসা নিচ্ছেন। ইতোপূর্বে গেল বছরে তিনি বিনামূল্যে চাঁদপুর মাজহারুল হক চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা নেন। যে কারণে তিনি পরিচিত সবাইকে ভালো করে চিনেন, কথা বলেন। তিনি চাঁদপুর পৌরসভা থেকে বয়স্ক ভাতাও পাচ্ছেন। তার উপার্জিত কিছু টাকা এই শহরের কয়েকজনের কাছে জমা আছে বলে তার কাছ থেকে জানা যায়। রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসন এগিয়ে আসলে, সহানুভূতি দেখালে হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এ শতায়ু বৃদ্ধা হজেরা। পরিশেষে সুস্থ হয়ে ফিরে আসুন সকলের মাঝে- চিরচেনা পরিবেশে এ দোয়া করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়