প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ বাজারের বালুর মাঠের মাছ ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালুর মাঠের অস্থায়ী মাছ বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে তারা এ মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন বালুর মাঠের মাছ ব্যবসায়ী মনির হোসেন, নেকবর ও জহির বেপারী। তারা বলেন, আমরা যারা এখানে ব্যবসা করছি, সবাই ঋণগ্রস্ত। ঈদের আগে এই বাজারটি উচ্ছেদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি। যেন মানবিক দিক বিবেচনা করে আমাদের প্রতি সুদৃষ্টি দেন।
মানববন্ধনে মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন, খোকন, হান্নান, কালা, রাজন, সাইফুল ইসলাম, রহিম বেপারী, আলামিন ও কুদ্দুস বেপারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে হাজীগঞ্জ বাজারস্থ দুটি স্থায়ী মাছ বাজারের ব্যবসায়ীদের অনুরোধে বালুর মাঠের অস্থায়ী মাছ বাজারটির ইজারা বাতিল করে পৌর কর্তৃপক্ষ।