সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়নের ২ হাজার ৫৮টি পরিবারের মাঝে ২০.৫৮০ মেট্রিক টন প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার (ভিজিএফ-এর চাল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল ) দুপুরে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

এ সময় তিনি মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২ হাজার ৫৮ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন এবং প্রত্যোককে ১০ কেজি করে চাল বুঝে নেওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যে দোয়া করার আহ্বান জানান ৷

ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিব নাসির আহাম্মদ, ইউপি সদস্য বিল্লাল তপাদার, মোঃ আল-আমিন প্রধান, মোঃ শাহাদাত হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মুল আয়মা লাইলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়