সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

মতলব উত্তরে ভিটামাটিহীন পরিবারকে গৃহ ও ভিক্ষুকদের পুনর্বাসনে উপকরণ প্রদান
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন দুটি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। রোববার ১৬ এপ্রিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল।

উপজেলার ফৈলাকান্দি গ্রামের ভিটামাটিহীন রাজিয়া বেগম ও ভেদুরিয়া বাজার মুক্তিপল্লীর খতেজা বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন সাংসদ নুরুল আমিন রুহুল ও অন্য অতিথিবৃন্দ।

পরে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এমন প্রতিপাদ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। চান্দ্রাকান্দি গ্রামের মোঃ নুর আলম, কৃষ্ণপুরের বিল্লাল হোসেন, চরমাছুয়া গ্রামের জেসমিন আক্তার, নিশ্চিন্তপুরের কুলছুম বেগম, বৈদ্যনাথপুরের মেরাজ কাজী, মুল্লুক মাজির কান্দির আলী হোসেন, গোয়াল ভাওর গ্রামের দেলোয়ার হোসেন ও এখলাছপুরের আরফতের নেছাকে গবাদি পশু, কলাকান্দার বিলকিস বেগমকে ব্যবসার জন্যে শাড়ি কাপড়, রামদাসপুরের মাহফুজা বেগমকে ও ডুবগীর বাড়ু প্রধানকে দোকানের মালামাল সহ মোট ১১ জন ভিক্ষুককে এসব উপকরণ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান তপুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ ছানোয়ার, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অসহায় দুঃস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুজনের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়