সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

না ফেরার দেশে হাজীগঞ্জের আলী আশ্রাফ দুলাল
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যকরী কমিটির সাবেক সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রোটাঃ আলী আশ্রাফ দুলাল (৬৫) না ফেরার দেশে চলে গেছেন। গত ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মিয়া বাড়ির চাঁন মিয়া মাস্টারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোটাঃ আলী আশ্রাফ দুলাল গত এক বছর যাবৎ কিডনি ও ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। আজ ১৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে আটটায় সুদিয়া গ্রামের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রোটাঃ আলী আশ্রাফ দুলালের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং বঙ্গবন্ধু গবেষক ও পিস ফোরামের চেয়ারম্যান সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চাঁদপুর রোটারী ক্লাব, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোর্টার্স ইউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোটাঃ আলী আশ্রাফ দুলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রাজধানীতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৯৫ সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের ১৫ মে ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠাকালে কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও পঞ্চায়েত কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়