সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

দুঃস্থদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের ঈদ উপহার বিতরণ
অনলাইন ডেস্ক

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি সারা বছর জুড়েই দেশব্যাপী অসহায় মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সহযোগিতার পাশাপাশি নানা কর্মসূচি গ্রহণ করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষে এ বছর ‘মানবতার সেবায় পিওজে ক্লাব’ প্রতিপাদ্যে চাঁদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিজন মানুষের মাঝে ৬ কেজি চাল, দেড় কেজি ডাল, এক লিটার তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব সারাদেশে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে চাঁদপুরে ৩শ’ ১০ জন অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, হরিজন সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ঈদের আগে খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র এসব মানুষ।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হতদরিদ্র মানুষের পাশে মানবিক সাহায্য করায় প্রকৃতি ও জীবন ক্লাবের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস। তিনি বলেন, এমন মহতী উদ্যোগের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদারের অবদান অস্বীকার করা যাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়