প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুরের আকাশে মেঘের আনাগোনা দেখা না গেলেও সাহরির সময় ভোর রাতে কুয়াশার মতো আবরণ দেখা যায়। তবে দিনভর প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুতের লোডশেডিং অস্থিরতার পরিমাণকে আরো বাড়িয়ে দিচ্ছে। চুয়াডাঙ্গার পর এবার পাবনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। ওই জেলার ঈশ্বরদীতে সোমবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি আপাতত কমছে না। ছবিতে শহরের এক রিকশাচালক গরমে টিকতে না পেরে মাথা ঘুরে এভাবে মাটিতে লুটে পড়েন। পাশে ডাকাতিয়া নদীতে গরমের তীব্রতায় গোসলে মত্ত শিশুরা। চাঁদপুর সরকারি কলেজ গেটের সামনে থেকে এবং পুরাণবাজারস্থ তপাদার রাইস মিল ঘাট থেকে ছবি দুটি তুলেছেন মিজানুর রহমান।