প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় একাডেমি মিলনায়তনে একাডেমি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ শাহ্ মোঃ জালাল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ট্রাস্টি, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য মনিরুজ্জামান মানিক।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, তোমাদের মধ্যে সততা, নিষ্ঠা, ত্যাগ ও শৃঙ্খলা থাকলে জীবনে সফলতা আসবেই। সে লক্ষ্য নিয়ে তোমাদের চলতে হবে। আমি যেমন কাজের মাধ্যমে মৈশাদী ইউনিয়নকে সারাদেশের সব ইউনিয়নের মাঝে মডেল হিসেবে তুলে ধরতে পেরেছি, তোমাদেরকেও ভাল ফলাফল ও গুণাবলি অর্জন করে এই একাডেমিকে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, তোমাদের পরীক্ষার খুবই কম সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে মোবাইল একদম ব্যবহার করবে না। অভিভাবকদেরকেও এই বিষয়ে ভূমিকা নিতে হবে। তোমাদের জন্য এই সময় খুবই মূল্যবান।
মনিরুজ্জামান বলেন, আমি পূর্ব থেকেই বলে আসছি, অর্থ সংকটে এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না। আমরা তোমাদের সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। যারা এই এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পাবে, তাদের জন্য অর্থাৎ মেয়েদের জন্যে ১ লাখ টাকা মূল্যমানের স্বর্ণ ও ছেলেদের জন্যে একই মূল্যমানের পুরস্কার দেয়া হবে। এছাড়াও এই প্রতিষ্ঠান থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ার যে সুযোগ পাবে, তাদের জন্যে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহ্ মোঃ জালাল উদ্দিন চৌধুরী বলেন, বিনয়, ভদ্রতা ও মার্জিত গুণের অধিকারী হয়ে কাজ করলে অবশ্যই সফল হবে। তোমরা ভাল আচরণ দিয়ে শিক্ষা জীবন অতিক্রম করবে। মা-বাবা ও গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। খেয়াল করে দেখবে, সমাজের যারা উশৃঙ্খল তারা সফল হয় না। তারা কোনো না কোনো সময়ে থেমে যায়। তারা একটা সময় মানুষের ধিক্কারের পাত্র হয়। তিনি আরো বলেন, পরীক্ষার সময় যে প্রশ্নটি খুব ভালভাবে পারো সেটির উত্তর লিখবে। তোমার লেখার ধরণ দেখেই একজন পরীক্ষক অনুমান করবে এই শিক্ষার্থী কেমন। পরীক্ষা কেন্দ্রে খুবই বিনয়ী হবে। কোনো শিক্ষকের সাথে খারাপ আচরণ করবে না। ভুল করলে সাথে সাথে ক্ষমা চাইবে। তোমাদের মঙ্গল কামনা করছি।
গণিত বিভাগের প্রভাষক মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমির ইংরেজি বিষয়ের সাবেক প্রভাষক এমদাদুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মাওলানা আব্দুর রউফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আলিমুজ্জামান, ইংরেজি প্রভাষক উম্মে হাবিবা দোলন ও অভিভাবক পলাশ খান।
পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাছুম বিল্লাহ রকি ও তামিম আক্তার প্রীতি। অধ্যয়নরতদের মধ্যে বক্তব্য রাখেন নাঈম গাজী, শরীফ জমাদার ও ফাহমিদা আক্তার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী মেহরাব হোসেন। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মাওলানা আব্দুর রউফ। উপস্থিত ছিলেন একাডেমির ট্রাস্টি সদস্য মোঃ মহসীন পাটওয়ারী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।