সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০০:০০

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার নূরুল ইসলামের দাফন সম্পন্ন
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলামের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শনিবার (১৫ এপ্রিল ) রাত ৮টার সময় ঢাকাতে তার মেয়ের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ সাকিবের নেতৃত্বে একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া পুলিশ বাহিনী রাষ্ট্রীয় মর্যাদার সালাম প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এবং ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল ।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মরহুমের ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাই টিভির উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন বেলাল, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যা তপদার ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়