সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠছে। ভিজিএফ কার্ডধারীদের চালের প্রায় ২শ’ কেজি চাল আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী তানজিল, আরিফ, রাকিবসহ ১০/১২ জানান, আমরা ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেনের স্বাক্ষরিত ভিজিএফ কার্ড পাই। ১৬ এপ্রিল (রোববার) নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ইউনিয়ন পরিষদে চালের জন্যে দীর্ঘ সময় অপেক্ষা করি। কিন্তু আমরা অনেক কার্ডধারী চাল পাইনি। পরে আমরা চাল বিতরণকারীর কাছে জানতে চাই, আমাদের চাল কই ? তখন তারা আমাদের জানান, চাল শেষ। আর কোনো চাল বিতরণ করা হবে না।

ভুক্তভোগীরা আরো বলেন, চালের পরিমাণ অনুযায়ী ভিজিএফ কার্ড চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষর ও বিতরণ করা হয়েছে। তাহলে এখানে আমরা অনেকে এক কেজি চালও পাইনি। আমাদের কার্ডের ২শ’ কেজি চাল গেল কই? এই বিষয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ আমাদের কোনো সঠিক উত্তর দিতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি মেম্বার জানান, অত্র ইউনিয়নে সরকারিভাবে মোট ১৬ হাজার ৬৫০ কেজি ভিজিএফ চাল এসেছে। পাশাপাশি ১০ কেজি করে ১৬৫০ জনকে আমাদের চেয়ারম্যান বেলায়েত হোসেন তার স্বাক্ষরিত ভিজিএফ কার্ড ভাগ করে দিয়েছেন। কিন্তু আজ অনেকেই কার্ড থাকা সত্ত্বেও চাল পাননি, এমনকি ১০ কেজির স্থলে ৮-৯ কেজি করে দেয়ারও অভিযোগ রয়েছে। এ চালের সবকিছুই চেয়ারম্যান থেকে জানতে পারেন। কারণ চেয়ারম্যান নিজেই এই চালের কার্ড বিতরণ ও চালের দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে ইউপি সচিব মোস্তফা জানান, ১৬৬৫ জনকেই ভিজিএফ কার্ড দেয়া হয়েছে এবং ১৬৬৫০ কেজি চাল সরকার আমাদের বিতরণ করার জন্যে পাঠিয়েছেন। কার্ডধারী কেউ ফেরৎ যাওয়ার কথা না। আপনাদের কাছে ভুক্তভোগীদের অভিযোগটি আমি দেখবো এবং চেয়ারম্যানের সাথে আলোচনা করবো বলে তিনি জানান।

এ বিষয়ে জানার জন্যে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়