প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০
গত ৩ এপ্রিল সোমবার জাতীয় যুব কাউন্সিল বিধিমালা-২০২১ অনুযায়ী ২০২৩ থেকে ২০২৪ মেয়াদের জন্য জাতীয় যুব কাউন্সিল গঠনের লক্ষ্যে সাধারণ পরিষদ গঠন করা হয়। এই কমিটিতে চাঁদপুর জেলার কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবদুর রহমান রিজভী, সভাপতি, বদলাও ইয়ূথ ফাউন্ডেশন ও সহ-সভাপতি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন। তিনি এই গৌরব অর্জনে চাঁদপুর জেলার সকল যুব সংগঠন, স্বেচ্ছাসেবী এবং জেলার সংগঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব স্বেচ্ছাসেবী ও যুবদের উন্নয়নে যথাযথভাবে পালন করবেন বলে জানিয়েছেন। তাছাড়া সারাদেশের ৫ কোটি যুবকের মধ্য থেকে ৭৫ জনকে যোগ্য হিসেবে মনোনয়ন দেয়ায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মনোনয়ন বোর্ডের সম্মানিত সভাপতি আজহারুল ইসলাম খান, মহাপরিচালক (গ্রেড-১), সদস্য সচিব মানিকহার রহমান, পরিচালক (বাস্তবায়ন ও যুব সংগঠন)-যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে এসে পৌঁছেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সোনার বাংলা গঠনে ২০৩০ সালের এসডিজি পরিকল্পনায় ১৭টি উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এহেন পরিস্থিতিতে জাতীয় যুব কাউন্সিল দেশে-বিদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করে। দেশের ৬৪ জেলার ৭৫ যুবের প্রতিজনই এক একটি স্তম্ভ হিসেবে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে যুবারা বেকারত্বের অভিশাপ থেকে শীঘ্রই মুক্তি পাবে। এই হোক স্মার্ট বাংলাদেশ গঠনে সকল যুবের অঙ্গীকার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন মোতাবেক জাতীয় যুব কাউন্সিল বিধিমালা ২০২১-এর বিধি ৮(ক) এবং ৯(১) ও ৯(২) অনুযায়ী ২০২৩-২০২৪ মেয়াদে জাতীয় যুব কাউন্সিল গঠনের নিমিত্তে প্রত্যেক জেলা হতে একজন করে মোট ৬৪ জন, বিশেষ শ্রেণীভুক্ত যুব ৬ জন, অন্যান্য ৫ জনসহ ৭৫ জন সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। যা আগামী ২ বছর যুবদের কল্যাণে কাজ করবে।