প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:০০
কচুয়ায় যথাযথ মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ ইব্রাহিম খলিল ও ওসি (তদন্ত) হারুনুর রশিদ, কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার সহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ সহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় একই স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও গার্লস গাইডদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন।
এছাড়া বিভিন্ন ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিকেলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
একই দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।