সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:০০

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি ॥

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত ২৫ মার্চ বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম সেমিনার হলে ‘বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এএমএম হামিদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন ও স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে ও মুক্তিকামী মানুষের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে কেউ যেন ছিনিমনি খেলতে না পারে সে ব্যাপারে তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার (২৬ মার্চ) ভোরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের একটি দল সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি ও ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাব সমূহের উদ্যোগে চিত্রাংকন, ফটোগ্রাফী ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়