সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০

অফিস ব্যবস্থাপনার ওপর ৫দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ শুরু
অনলাইন ডেস্ক

গতকাল ২৭ মার্চ চাঁদপুর সরকারি মহিলা কলেজে চলমান সিইডিপি উপ-প্রকল্পের আওতায় সম¥ানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দের অফিস ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ শুরু হয়। সকাল ৯টায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ, আইডিজি ম্যানেজার ও প্রশিক্ষণ কোর্স পরিচালক প্রফেসর মোঃ মাসুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রশিক্ষণ কোর্স পরিচালনার অনুমতি প্রদান করায় সিইডিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, দক্ষ অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা এখন স্মার্ট বাংলাদেশ যুগে প্রবেশ করেছি এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই প্রশিক্ষণ কোর্সটি অগ্রণী ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও স্টাফদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং শ্রেণিকার্যক্রম পরিচালনা ও অফিস কার্যক্রমে এর প্রতিফলন ঘটবে। প্রশিক্ষণ গ্রহণের ফলে কলেজের শিক্ষক ও স্টাফদের কাজের গতি ও মান বাড়াবে এবং একই সাথে সময় ও অর্থের অপচয়রোধ হবে।

উল্লেখ্য, সিইডিপি উপ-প্রকল্পের আওতায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের ২৫ জন শিক্ষক ও স্টাফ অফিস ব্যবস্থাপনার উপর এই প্রশিক্ষণ গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়