সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০

ইকরা মডেল একাডেমির স্বাধীনতা দিবস পালন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদরের ওয়্যারলেস বাজার সন্নিকটে অবস্থিত ইকরা মডেল একাডেমির ছাত্র-ছাত্রীদেরকে মহান মুক্তিযুদ্ধ এবং শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা করা হয়। ২৩ মার্চ সকাল ৮টায় ক্যাম্পাস-২ (হাইস্কুল শাখায়) এবং বেলা ১১ টায় ক্যাম্পাস-১ (প্রাথমিক শাখায়) এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের স্মৃতিচারণমূলক আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সাঁতারু মোঃ সানাউল্লাহ খান। প্রধান আলোচককে একাডেমির ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা অনুষ্ঠান এক পর্যায়ে মুক্তিযুদ্ধের গল্পের আসরে রূপ নেয়। প্রধান আলোচক তাঁর আবেগময় যুদ্ধকালীন স্মৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন। উপস্থিত শিক্ষার্থীরা শুনে মুক্তির কাহিনী ও স্বাধীন দেশ পাওয়ার ইতিহাস। তাছাড়াও চাঁদপুরের মুক্তিযুদ্ধ ও যুদ্ধকালীন সময়ের সাক্ষী বিভিন্ন স্থান ও স্থাপনার বর্ণনা শুনেন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের সভাপ্রধানে ও প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটো।

আলোচনা ও গল্প শোনা পর্বের শেষে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় ধ্বনি ‘জয় বাংলা’ বলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়