সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০

নারায়ণপুর ডিগ্রি কলেজে জিশান পাটোয়ারীর সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম প্রদান
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের বর্তমান গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ জিশান পাটোয়ারী, মোহাম্মদ রাশেদ খান এবং হিতৈষী সদস্য মোঃ কামরুজ্জামান মুন্সীর আর্থিক সহযোগিতায় কলেজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা এবং উন্নত সাউন্ড সিস্টেম প্রদান করা হয়েছে। ২২ মার্চ বুধবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ সকল সামগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৮টি সিসি ক্যামেরা, ২টি উন্নত হলরুম সাউন্ড সিস্টেম ও দুইটি মাইক সেট। প্রদত্ত সামগ্রীগুলো ক্রয়ের জন্য ১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন বিদ্যোৎসাহী সদস্য মোঃ জিশান পাটোয়ারী, ১০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন যথাক্রমে মোহাম্মদ রাশেদ খান এবং মোঃ কামরুজ্জামান মুন্সী। এই কাজে সার্বিক সহযোগিতা করেন নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলাম স্বপন মজুমদার এবং নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান বাবু।

সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম প্রদান করার সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, শরীর চর্চা শিক্ষক মোঃ কামরুল হাসান পাটোয়ারী, অফিস সহকারী মোঃ আলমগীর হোসেন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ আব্দুল আলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়