সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০

রাজরাজেশ্বরের চরাঞ্চলে জেলেদের মাঝে চাল বিতরণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে নদীবেষ্টিত রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচিতে অভয়াশ্রম কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার ওই ইউনিয়নের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইউনিয়নের ২ হাজার ৪শ’ ৫০ জন নিবন্ধিত জেলের জন্যে বরাদ্দকৃত দু’কিস্তির ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। এদিন সকাল থেকে তালিকাভুক্ত জেলেদের ইউনিয়নের নির্ধারিত স্থানে লাইনে দাঁড়িয়ে তাদের বরবদ্দকৃত চাল সংগ্রহ করতে দেখা যায। মালেরকান্দির জেলে বারেক প্রধানিয়া জানান, জাটকা রক্ষাকালীন সময়ে দুই কিস্তির চাল রমজান মাসে একত্রে পাওয়ায় অনেক খুশি। তিনি সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র মহাজন, ইউনিয়ন পরিষদ মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্দুকসী, এমবি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাস্টার প্রমুখ।

চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, আমরা নিবন্ধিত সকল জেলের মাঝে সমানভাবে চাল বন্টন করে দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়