সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে নারী দিবস পালিত
শামীম হাসান ॥

বিতর্ক প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৮ মার্চ (বুধবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালির মাধ্যমে শুরু হয় দিবসটির মূল আনুষ্ঠানিকতা।

র‌্যালি শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘নারী এগিয়ে যাওয়ায় সমাজের চেয়ে পরিবারের বাধা অধিক’ প্রস্তাবনায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক বিষয়ের পক্ষ দলে অংশ নেয় ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে অংশ নেয় ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অত্যন্ত প্রাণবন্ত বিতর্কে জয়লাভ করে বিষয়ের পক্ষ দল ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় দলপ্রধান জেরিন জামান তারানা।

বিতর্ক প্রতিযোগিতা শেষে উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুনাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাধেশ্যাম চন্দ্র কুরী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সহকারী প্রোগ্রামার নাজমুল হোসেন, বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রফিক উল্যা, ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এবং ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়