সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০

দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে গতকাল ১১ মার্চ শনিবার বিশ্ব শান্তিকল্পে দেশ ও জাতির কল্যাণ কামনায় চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়া শ্রীশ্রী গীতা মন্দির প্রাঙ্গণে ৩৩তম বার্ষিক গীতা যজ্ঞ ও ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী অংশ নেন এবং ধর্মসভায় বলেন, দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান এই নেত্রী সকল সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে জাতি, ধর্ম, নির্বিশেষ সকল সম্প্রদায়ের মানুষ আজ তাদের ধর্ম পালন করতে পারছেন নির্বিঘ্নে। আমরা আজ সকলে সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে আতিথেয়তা গ্রহণ করছি নির্বিঘ্নে। আমাদের মাঝে বিরাজমান এই সম্প্রীতি রক্ষায় আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। মনে রাখতে হবে, এই দেশ আমাদের, তাই দেশের উন্নয়নে যোগ্য নেতা নির্বাচন করাও আমাদের নৈতিক দায়িত্ব। সৎ ও ন্যায়পরায়ণ নেতা নির্বাচনে আমরা যদি ভুল করি, তাহলে দেশের উন্নয়ন বিঘ্ন হবে, অন্ধকারাচ্ছন্ন হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ। তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আরো বলেন, সকল ধর্মেই বলা হয়েছে মানুষের কল্যাণকর কাজের কথা, আমরা যদি স্ব স্ব ধর্ম পালনে পিছিয়ে পড়ি তাহলে সমাজে বিরাজমান শান্তি বিঘিœত হবে, মানুষ পশুতে পরিণত হবে। তাই আমরা ধর্মকে ভুলে গেলে চলবে না। আমরা সকলেই স্ব স্ব ধর্ম পালনের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করবো, দেশকে ভালোবাসবো, সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবো--এই হোক আমাদের সকলের অঙ্গীকার।

শ্রীশ্রী গীতা মন্দিরের সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদের নেতা বিবেকলাল মজুমদারের সভাপতিত্বে ও পরিচালনায় ধর্মসভায় পৌরোহিত্য করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনান্দ গিরি মহারাজ। এছাড়াও শ্রীশ্রী গীতা গ্রন্থের ওপর ব্যাপক আলোচনা করেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের ট্রাস্টি শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ প্রণবানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ রাজন ব্রহ্মচারী, শ্রীমৎ অরুণ ব্রহ্মচারী প্রমুখ। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মঠ-মন্দিরের ভক্তবৃন্দসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। গীতা যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত নর-নারীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ধর্মীয় মিলন মেলায় পরিণত হয়। পবিত্র গীতার মহামন্ত্র ও শঙ্খ, উলুধ্বনিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। যজ্ঞানুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়