প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ইউএনও তাসলিমুন নেছা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাবেক এমপির ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন প্রভাতফেরিতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও তাসলমিুন নেছার সভাপ্রধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি করে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।