প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
২১ ফেব্রুয়ারি ছিলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস। বাঙালি জাতীয় চেতনার এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। এদিন ভোর ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দলীয় কার্যালয় হতে প্রভাতফেরি শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।