প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
“ফেব্রুয়ারি ৮, ১৯৪৮
পাকিস্তান সংবিধান সভার বৈঠক করাচিতে
রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
মহাষড়যন্ত্র বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা হবে উর্দু
মার্চ ১১, ১৯৪৮ ‘বাংলা ভাষা দাবি’ দিবস ঘোষণা করা হলো।”
জাতির পিতা বঙ্গবন্ধু গ্রেফতার হন।
“জেলখানার চার নম্বর ওয়ার্ড। তিনতলা দালান।
দেয়ালের বাইরে মুসলিম গার্লস হাইস্কুল”
জাতির পিতা জেলে ছিলেন পাঁচদিন
“সকাল দশটায় মেয়েরা স্কুলের ছাদে উঠে স্লোগান শুরু করতো
আর শেষ করতো বিকেল চারটায়
ছোট্ট ছোট্ট মেয়েদের কণ্ঠে-রাষ্ট্রভাষা বাংলা চাই, বন্দি ভাইদের মুক্তি চাই।”
(তথ্যসূত্র : অসমাপ্ত আত্মজীবনী; পৃষ্ঠা : ৯১, ৯২ ও ৯৩)
একুশ আমার প্রতিশোধ নিয়ে দাঁড়িয়ে থাকা কবিতার অক্ষরগুলো
একুশ আমার পাথরকুচি পাতায় রবীন্দ্র রচনাবলি-জীবনানন্দণ্ডনজরুল-সুকান্ত
একুশ আমার সহিষ্ণু প্রভাতফেরি নতজানু পুষ্পবেদি
স্বপ্ন গোলাপ স্বজাতি সহোদর নদী ও পৃথিবীর মুখ অরণ্য সবুজ
রক্তাক্ত সকাল-দুপুর বিকেলের মৌন মিছিল সন্ধ্যার চন্দ্রপ্রভা
অলংকারহীন তর্জনী রক্তপাতে উর্বর এলোমেলো চুল
ফেরা কি আমার হবে না আট ফাগুনে লাখো অনুরক্তের নগ্ন পায়ে?
একুশ আমার দিঘির ধারে তৃষ্ণাভরা বকের সাদা মুখ
একুশ আমার মুগ্ধ চোখে রাতের শিশির ঘাস কাঁপা সুখ
একুশ আমার রক্ত গাঁদা, হলদে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, খেজুর পাতার ঘ্রাণ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি-বাংলা আমার প্রাণ।