সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক

একুশ মোদের বাঁচতে শিখায় মাথা উঁচু করে,

একুশ মোদের লড়তে শিখায় শত প্রতিকূলতার ভিড়ে।

একুশ শিখায় কী করে বজ্রকন্ঠে এগিয়ে যেতে হয়,

একুশ শিখায় উন্নত শির, মাথা নোয়ানো নয়।

ক্ষমতার অপপ্রয়োগে অন্যায় যখন নিয়ম হতে চায়,

একুশের চেতনায় শাণিত কণ্ঠে তখন প্রতিবাদী হওয়া যায়।

রক্ত-পিপাসুরা চেয়েছিলো মোদের করতে কণ্ঠরোধ,

একুশেই অগ্নিরূপে বাংলা মায়ের সন্তানেরা করছে প্রতিরোধ।

অধিকার হরণকারীদের বুলেট যখন সামনের দিকে আগায়,

একুশ তখন আন্দোলন সংগ্রামে জয়ের স্পৃহা জাগায়।

মাতৃভাষার অমিয় নেয়ামত রক্তের দামে কিনি,

সালাম রফিক বরকত জব্বারের আত্মত্যাগে হয়েছে বাংলা ঋণী।

পাক জল্লাদরা মায়ের ভাষা হরণে করছে বাড়াবাড়ি,

ভাষা সৈনিকদের প্রতিরোধে সৃষ্টি অমর একুশে ফেব্রুয়ারি।

একুশ মোদের সাহস যোগায়, একুশ মোদের শক্তি,

একুশ সৃষ্টিতেই পেয়েছি মোরা বাক স্বাধীনতার মুক্তি।

ফ্যাসিবাদ স্বৈরাচার যখন মাথা চাড়া দিয়ে উঠবে,

একুশের বীরত্বগাথা চেতনা তখনই প্রতিবাদী হয়ে রুখবে।

একুশ মোদের শান্তির নিঃশ্বাস হৃদয়েরই আত্মবিশ্বাস,

একুশের মাঝেই খুঁজে পাই মধুর কণ্ঠস্বরের নির্যাস।

একুশ মোদের ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি,

একুশ মোদের গর্বের মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়