সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

ইমামে রাব্বানী (রাঃ)-এর সংগ্রামী জীবন
অনলাইন ডেস্ক

আওলাদে রাসুল (দঃ), হযরত ইমাম-এ-রাব্বানী, কুতুবুল ইরশাদ, মোজাদ্দিদণ্ডএ-জামান, শাইখুল ইসলাম, মুফতি-এ-আযম, সুলতানুল মুনাযেরীন আল্লামা সাইয়্যেদ আবু নসর মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ) মদীনা মনোয়ারায় জন্মগ্রহণ করেন। ১৩১২ হিজরিতে আপন চাচা রামপুরের মুহাদ্দিস হযরত কুতুবুল ইরশাদ আল্লামা সাইয়্যেদ এরশাদ হোসাইন মোজাদ্দেদী আল মাদানী এবং আপন পিতা হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ শাহ্ বিন মাওলানা সাইয়্যেদ মাহবুব শাহ্ মোজাদ্দেদীর সাথে ভারতের ইউ.পি রিয়াসাত-ই-রামপুরে আগমন করেন। হযরত ইমামে রাব্বানী দ্বীনি এলেম হাসিল করেন মদীনার ওস্তাদ মুফতিয়ে আহনাফ আল্লামা সিরাজউদ্দিন আল মাদানীর নিকট। মানতেক, ফালছাফা, ইল্মে হাইয়াত, ইতিহাস, ভূগোল, অংক, তাসাউফ প্রভৃতি ইল্ম হাসিল করেন আল্লামা ফজলে হক রামপুরীর (ভারত) নিকট। অতঃপর মিসরের আল-আযহার দারুল-উলুম মাদ্রাসার নিয়মানুসারে পরিচালিত হায়দ্রাবাদের ‘নিজামিয়া আলীয়া মাদ্রাসা’ থেকে আল্লামা ডিগ্রি লাভ করেন। অধ্যাপক মণ্ডলীর মধ্যেও আল-আযহারের লোক ছিলেন। তিনি সেখানে ‘আল্লামা’ নেসাব সমাপ্ত করেন (সেখান হতে ফারেগ হন)। তারপর তিনি হিন্দুস্থানে সত্তর বছর অধ্যাপনার কাজে নিযুক্ত থাকেন। তন্মধ্যে জামাত নিয়মে পরিচালিত মাদ্রাসায় অধ্যাপনা করেন দশ বছর ও বাকি ষাট বছর বিভিন্ন মাদ্রাসার সিহাহসিত্তা হাদীস ও তাফসিরের অধ্যাপনার কাজে নিযুক্ত থাকেন। মাদ্রাসাগুলির নাম নি¤েœ দেয়া হলো:

১) ইসলামিয়া মাদ্রাসা- ঢাবিল, জেলা- বারোদা, কাঠিহার।

২) ইসলামিয়া মাদ্রাসা-বোম্বে।

৩) বাহরুল উলুম মাদ্রাসা- শাহাজহানপুর ইউ.পি।

৪) মাদ্রাসায়ে আঞ্জুমানে নোমানিয়া- লাহোর।

৫) মাদ্রাসায়ে রেজভিয়া- বেরেলী ইউ.পি।

৬) মাদ্রাসায়ে নোমানিয়া- দিল্লী।

৭) মাদ্রাসা-ই-মানযা-উল-উলুমণ্ড রামপুর।

৮) জামেয়া আহমাদীয়া সুন্নীয়া আলীয়া- চট্টগ্রাম।

৯) মাদ্রাসাতুস্ সাকালাইন- হাজীগঞ্জ।

ঐ সমস্ত মাদ্রাসায় তিনি মুহাদ্দিস, মুফ্তি এবং ফাত্ওয়ার দায়িত্ব পালন করতেন। বাংলাদেশ ও হিন্দুস্থানের কমপক্ষে বিশ হাজার আলেম তাঁর নিকট সিহাহ-সিত্তা ও বিভিন্ন হাদীস গ্রন্থ পাঠ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়