প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ফাহিম পাটোয়ারী, ছাত্রলীগ নেতা রনি, পাপ্পু, মোশাররফ, লিয়ন, মেহেদি, সিয়াম রকি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যার হাত ধরে প্রতিষ্ঠিত তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে এদেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। দেশ পরাধীনতা থেকে মুক্ত হওয়ার পরও পূর্ণ স্বাধীনতার স্বাদ পায়নি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তাঁর প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার মাধ্যমেই তার পূর্ণতা পায়। তাই আসুন আমরা সকলে আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।