সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০

মতলব দক্ষিণে কালেরযাত্রা গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে কালেরযাত্রা গণগ্রন্থাগারের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা, পত্র লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৯ জানুয়ারি বিকেল ৩টায় কালেরযাত্রা গণগ্রন্থাগারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালেরযাত্রা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবিদুর রেজা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন।

উপজেলার বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী গ্রন্থাগারিক এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে প্রমুখ।

আরও বক্তব্য রাখেন কালেরযাত্রার চিত্রাঙ্কন শিক্ষক ফারুক প্রধান, দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্তী ভৌমিক, মধ্য ডিঙ্গাভাঙ্গা সপ্রাবির সহকারী শিক্ষক শিউলী আক্তার সোমা, দেওদ্রোন সপ্রাবির সহকারী শিক্ষক আবদুল্লাহ আল নাসের প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইসলামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরিয়ান আল আরাফ এবং গীতাপাঠ করেন প্রমা পাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়