প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
সারা দেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গত ১ জানুয়ারি জাঁকজমকভাবে চলতি শিক্ষাবর্ষের বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমানের স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোঃ হান্নান পাটওয়ারী। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ আঃ রাজ্জাক বেপারী, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ জসিম উদ্দিন মজুমদারসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়
আলমগীর কবির ॥
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে গত ১ জানুয়ারি চলতি শিক্ষাবর্ষের বই বিতরণ ও আলোচনা সভা কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরানের স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী ও সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির মহিলা সদস্য রাশেদা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আকবর হোসেন সাহিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী।
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
আলমগীর কবির ॥
হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে গত ১ জানুয়ারি চলতি শিক্ষাবর্ষের শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত বই বিতরণ ও আলোচনা সভা কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবসরপ্রাপ্ত সার্জেন মোঃ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ তারেক হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ডাঃ মোঃ আনিছুর রহমান জুয়েল, সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোঃ শরিফ উল্যাহ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ বেগম ও মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাসিরকোট উচ্চ বিদ্যালয়
আলমগীর কবির ॥ হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে গত ১ জানুয়ারি বই বিতরণ ও আলোচনা সভায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের পর প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এরশাদ উল্যাহ, দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম শাহাজান। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য খবির হোসেন টেলু, জসিম উদ্দিন প্রধানীয়া, রুবিনা আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়
আলমগীর কবির ॥ হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে গত ১ জানুয়ারি কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে বই উৎসবের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ আলমের স্বাগত বক্তব্যের পর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আনিছুজজামান শিশির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হান্নান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম প্রধানীয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ নেওয়াজ মুন্সী ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (বিপ্লব)। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম ফয়েজ বাবু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সুমন খান ও রবিউল আউয়াল বিপ্লব।