প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক দিবস (বই উৎসব) পালন করা হয়েছে। ১ জানুয়ারি রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
অধ্যক্ষ মোঃ আবু ছাইদের সভাপ্রধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজি ও হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা।
সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার বাগু প্রমুখ।
অনুষ্ঠানে ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান মুন্সী, বলাই চন্দ্র দে, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ অন্য অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।