প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ১৯২০ সালে প্রতিষ্ঠিত সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর বিগত ১০২ বছরের মধ্যে ৮২ বছর ধরেই চলছে শুভ কল্পতরু উৎসব। বাংলাদেশের ১২৫ টি রামকৃষ্ণ আশ্রমের মধ্যে চাঁদপুরেই এই উৎসব প্রথম চালু হয় এবং সেটা চলছে মহা সমারোহে। হোমনা ও ফতেহাবাদ আশ্রমে এই উৎসব ১ দিনব্যাপী হলেও চাঁদপুরের আশ্রমে হচ্ছে ৪ দিনব্যাপী। কোনো কোনো বছর ৫ দিনব্যাপীও হয়েছে।
এতো বড় উৎসব হওয়া সত্ত্বেও গণমাধ্যমে উৎসবটির প্রত্যাশিত মাত্রার প্রচার বহুলভাবে হয়নি। সেজন্যে সুদূরে থেকেও কিছু একটা করার তাগিদ অনুভব করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর ড. অরুন চন্দ্র পাল। সে তাগিদ থেকে চাঁদপুরের প্রথম দৈনিক ও সর্বাধিক প্রচারিত পত্রিকা চাঁদপুর কণ্ঠে ক্রোড়পত্র প্রকাশের আগ্রহ দেখিয়েছেন। পত্রিকার প্রধান সম্পাদক, তাঁর বন্ধুবর কাজী শাহাদাত সেই আগ্রহে আন্তরিক সাড়া দিয়েছেন। প্রকৃত অর্থে সে কারণে আজকে এই ক্রোড়পত্র প্রকাশ সম্ভব হয়েছে। এজন্যে আশ্রমের বর্তমান অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজের সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণযোগ্য।
সবাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনাদর্শ ও শিক্ষা থেকে দীক্ষা নিয়ে জীবন সুন্দর করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন-এ প্রার্থনা করছি।
বিমল চৌধুরী
চীফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর কণ্ঠ
সম্পাদক, ক্রোড়পত্র।