প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। সকালে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আশ্রাফির সভাপতিত্বে প্রাক্তন ছাত্র আবু নাসের ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউসুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান হেলাল, রাগৈ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, গভর্নিংবডির সভাপতি আবুল হোসেন খান সুফি, প্রফেসর আবু তাহের, প্রিন্সিপাল আমির হোসাইন, ড. মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক আক্তার হোসেন, সুপার সফিকুল রহমান, আমির বাসার, আতিকুর রহমান, আবু সালেহ। বিয়াম স্টুডেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিলন মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিয়ামের আহ্বায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মুনির হোসাইন।