সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে  ‘অ্যাম্বাসেডর ও ক্লক’ অনুষ্ঠানে তুর্কি রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো অ্যাম্বাসেডর ও ক্লক। তুর্কি প্রজাতন্ত্রের ঢাকা, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, এইচই. মুস্তফা ওসমান তুরান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৬ ডিসেম্বর, মঙ্গলবার, ‘বাংলাদেশ-তুর্কি সম্পর্ক : বহুমাত্রিকতা এবং সম্ভাবনা’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয় ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে। এই সেমিনারের মাধ্যমে দুই দেশের সাধারণ মতাদর্শ, বোঝাপড়া এবং তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি ও শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করা হয়।

‘অ্যাম্বাসেডর ও ক্লক’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি আয়োজন, যা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণকে স্বাগত জানানোর জন্য শুরু করা হয়েছে। বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার সম্পর্কের অতীত ও সমসাময়িক দিক বিশ্লেষণ করে সম্পর্কের ভবিষ্যৎ মাত্রা অন্বেষণ, সম্ভাবনা ভাগাভাগি, উভয় দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যোগসূত্র সৃষ্টি ইত্যাদির জন্য কাজ করার প্রত্যয়ে এই সেমিনার আয়োজন করা হচ্ছে ।

ড. জেবুন্নেসা, অধ্যাপক ও সাবেক চেয়ারপারসন, জনপ্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ড. সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক সাধারণ সম্পাদক, এশিয়াটিক সোসাইটির উপস্থিতিতে অনুষ্ঠানটি আলোচনামুখর ছিল। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার প্রো-ভাইস-চ্যান্সেলর, ডিআইইউ এবং প্রফেসর ড. মোঃ ফোখরায় হোসেন, পরিচালক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডিআইইউ-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। এছাড়া প্রফেসর এ.এম.এম. হামিদুর রহমান এই আয়োজনের সভাপতিত্ব করেন।

এইচ.ই. মোস্তফা ওসমান তুরান তুরস্কের ঐতিহাসিক বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন, যা বাংলাদেশের ইতিহাসের সাথে আবদ্ধ। তিনি ধর্মীয় ও আন্তঃসামাজিক দৃষ্টিভঙ্গিকে আলোকিত করেছেন, যা দুই দেশের মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র। এছাড়া প্রধান অতিথি তার বক্তব্যে তরুণদের জন্য সুযোগের কথা বলেছেন এবং বিশ্বকে পরিবর্তন করতে তরুণদের শক্তির ওপর জোর দিয়েছেন। তিনি তুর্কি ঐতিহ্য, সংস্কৃতি এবং দক্ষতার কথা উল্লেখ করেন এবং ডিআইইউ তুর্কির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের জন্য সুযোগ, সম্ভাবনা এবং বিনিয়োগ বাড়ানোর একটি দৃঢ় আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, তুর্কি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য অর্থনীতি একটি নতুন এজেন্ডা নিয়ে আবির্ভূত হয়েছে, যার মূল্য এখন ১.৫ বিলিয়ন ডলার। বাংলাদেশে আরো অনেক অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী আমি। বাংলাদেশের জনগণের আতিথেয়তা এবং উদারতা দেখে খুব মুগ্ধ হয়েছি এবং অনুভব করেছি যে, বাংলাদেশ একটি বাড়ির মতো। কারণ উভয় দেশই সংস্কৃতি, ধর্ম, সামাজিক রীতিনীতি ইত্যাদি সহ সব দিক থেকে একই রকম।

অতিথিদের বক্তব্যে তারা তুরস্কের অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বাংলাদেশের অতীতের এবং চলমান সম্পৃক্ততার কথা বলেন। ড. জেবুন্নেছা এবং ড. সাব্বির আহমেদ তাদের বক্তব্যে বাংলাদেশে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের ওপর আলোকপাত করেন এবং সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে ও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্পর্কের জন্য এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

ডিআইইউ তুরস্কের প্রায় ১০০+ বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে দীর্ঘকাল ধরে সৌহার্দ্যরে সাথে করছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইরাসমাস স্কলারশিপ, মেভলানা স্কলারশিপের মাধ্যমে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ছাত্র-অনুষদ বিনিময় প্রোগ্রাম, স্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে শতাধিক অনুষদ, কর্মী এবং ছাত্রদের নিযুক্ত করেছে। সম্মেলন, প্রশিক্ষণ প্রোগ্রাম, ভার্চুয়াল এবং নন-ভার্চুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রাম, ওয়েবিনারসহ আরও অনেক আয়োজনের ব্যবস্থা করে থাকে তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়