প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
আসছে নতুন বছরের ১ জানুয়ারি দেশব্যাপী বই উৎসবের প্রস্তুতি হিসেবে ফরিদগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নূতন বই শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা শুরু হয়েছে। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে জিন্নাহ, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হারুনুর অর রশিদ প্রমুখ।