প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
গতকাল ১০ ডিসেম্বর প্রতি বছরের ন্যায় মতলবে সেভ দ্যা হিউম্যানিটির আয়োজনে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস খান কমিউনিটি সেন্টারে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালিটি মতলব শহর প্রদক্ষিণ করে কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সেভ দ্যা হিউম্যানিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা নূরুল ইসলাম কাউসারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস ও মতলব সরকারি কলেজের অধ্যাপক কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা ইমরুন খান মাসুদ, সভাপতি মোঃ আবু হানিফ, জেলা কো-অর্ডিনেটর সোহেল রানা, মতলব কো-অর্ডিনেটর বাবুল প্রধান, নারায়ণপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার জেলা কমিটির উপদেষ্টা আল এমরান চৌধুরী।
এ সময় সংস্থার সদস্যবৃন্দ, সুধীজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।